শনিবার ৬ জানুয়ারী ২০২৪ - ২১:৪৯
আয়াতুল্লাহ হাফিজ রিয়াজ হুসাইন নাজাফি

হাওজা / ইরানের কেরমান শহরে সন্ত্রাসী বিস্ফোরণ হজরত জাহরা (সা:)-এর জন্মবার্ষিকী এবং জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকীর দিন ঘটে যার ফলে বহু নিরীহ মানুষ শাহাদাত বরণ করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের কেরমান শহরে সন্ত্রাসী বিস্ফোরণ হজরত জাহরা (সা:)-এর জন্মবার্ষিকী এবং জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকীর দিন ঘটে যার ফলে বহু নিরীহ মানুষ শাহাদাত বরণ করেন। এই ঘটনা জনগণের মনে গভীর প্রভাব ফেলেছে।

ইরানের শত্রুরা এই মর্মান্তিক ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র করে ইরানি জাতির সঙ্গে তাদের শত্রুতাকে প্রমাণ করেছে।

এই মর্মান্তিক ঘটনাটি আসলে শত্রুদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে শত্রুতার সুস্পষ্ট প্রমাণ।

আমি এই দুর্ঘটনায় যুগের ইমাম (আ:) ও সর্বোচ্চ নেতা, শহীদদের পরিবার এবং ইরানী জাতিকে সমবেদনা জানাচ্ছি।

ওয়াস-সালাম

হাফিজ সৈয়দ রিয়াজ হোসেন নাজাফী (পাকিস্তানের মাদ্রাসা আল-শিয়া এবং লাহোরের জামিয়াতুল-মুন্তাজারের প্রধান)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha